আফগানিস্তানের লোগার প্রদেশে তিনটি স্কুলের পুনর্নির্মাণ প্রকল্প সম্পন্ন

0
49

আফগানিস্তানের লোগার প্রদেশের মুহাম্মদ আঘা জেলার তিনটি এলাকায় তিনটি স্কুলের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এবং একটি সহায়ক প্রতিষ্ঠানের অর্থায়নে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে।

প্রকল্পের আওতায় স্কুল ভবনগুলোর সংস্কার, সোলার পাওয়ার সিস্টেম স্থাপন, সুপেয় পানি সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১২.৩ মিলিয়ন আফগানি অর্থ খরচ হয়েছে।

গত ২৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ স্কুল তিনটি উদ্বোধন করেছেন। লোগার প্রদেশের শিক্ষা কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে, শিক্ষা মন্ত্রণালয় দেশের শিশুদের জন্য উন্নত ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয় বাসিন্দারা তাদের সন্তানদের শিক্ষার উন্নতির জন্য মন্ত্রণালয়ের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ যে, শিক্ষা মন্ত্রণালয় এর আগেও এই প্রদেশে আরও তিনটি স্কুলের পুনর্নির্মাণ প্রকল্প সম্পন্ন করেছে।


তথ্যসূত্র:
1. لوګر ولایت کې د ۱۲مېلیونه ۳۰۰زره افغانیو په لګښت، د درې بابه ښوونځیو پروژې پرانیستل شوې
– https://tinyurl.com/yu94xzuy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননজুড়ে ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৩১
পরবর্তী নিবন্ধরাশিয়ার সেনাবাহিনী খাবারোভস্কে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালিয়েছে