রাশিয়ার সেনাবাহিনী খাবারোভস্কে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালিয়েছে

0
170

রাশিয়ান সেনাবাহিনী খাবারোভস্ক শহরের একটি মসজিদে হঠাৎ জুমার নামাজের সময় হামলা চালিয়েছে। হামলার সময় মসজিদে অবস্থানরত মুসল্লিদের মাটিতে মুখ নামিয়ে শুয়ে পড়তে বাধ্য করা হয় এবং তাদের হাত পিছনে বেঁধে ফেলা হয়। এ হামলার ফলে মসজিদ কর্তৃপক্ষ মসজিদটিতে সাময়িকভাবে জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছে।

গত ২২ নভেম্বর ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা ডোম (ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিমস) এ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী এ মসজিদটিতে এর আগে আরও দু’বার অভিযান চালিয়েছে।

রাশিয়ান বাহিনী ঠিক কি উদ্দেশ্যে মসজিদে হামলা চালিয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়ার সেনাবাহিনী এর আগের অভিযানগুলোতে দাবি করেছিল মুসলিমদের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতেই নাকি এই পদক্ষেপ নিয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. Russian Security Forces Raid Mosque During Friday Prayers
– https://tinyurl.com/36rd9pea

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের লোগার প্রদেশে তিনটি স্কুলের পুনর্নির্মাণ প্রকল্প সম্পন্ন
পরবর্তী নিবন্ধচিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির