চিন্ময়ের গ্রেফতার ও জামিন নামঞ্জুরে ভারতের বিবৃতি; হিন্দুদের উপর হামলার মিথ্যা অভিযোগ

0
262

ইস্কনের উগ্রবাদী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নাকচের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিবৃতিতে ভারত কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই হিন্দদের উপর হামলা ও লুটপাটের অভিযোগ তোলে বাংলাদেশের সাধারণ মানুষের উপর। এর পর রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চিন্ময়ের হয়ে দুঃখও প্রকাশ করে।

বাংলাদেশীদের চরমপন্থী উল্লেখ করে তারা দাবী করে, চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এখন এই গ্রেফতারের ঘটনা ঘটল।

বাংলাদেশে হিন্দুদের হামলার ভিত্তিহীন অভিযোগ তুলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে আদালত প্রান্তরে হিন্দদের উপর হামলার অভিযোগ তোলে ভারত সরকার। কিন্তু গণমাধ্যমের বরাতে জানা যায়, ২৬ নভেম্বর আদালত চিন্ময়ের জামিন নাকোচ করা পর আদালত প্রঙ্গনের একটি মসজিদে হামলা সহ বিশৃঙ্খলা সৃষ্টি করে চিন্ময়ের সমর্থক উগ্রবাদী হিন্দুরা।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর, সোমবার ঢাকা বিমান বন্দর থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করে পুলিশ। পরে ২৬ নভেম্বর আদালতে তুললে তার জামিন নাকচ করে কারাগারে প্রেরণ করে আদালত।


তথ্যসূত্রঃ
1.https://tinyurl.com/ycxzz2ua
2. https://tinyurl.com/32h5uxfz
৩. বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’- যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে
– https://tinyurl.com/82jdur45

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচিন্ময়ের মুক্তির দাবিতে ১ জন অ্যাডভোকেটকে খুন করেছে ইসকন, মসজিদ ভাঙচুর
পরবর্তী নিবন্ধচিন্ময়ের মুক্তির দাবীতে মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার