এবার সিরিয়ার নৌ-সক্ষমতাকে নিশানা বানিয়েছে সন্ত্রাসী ইসরায়েল; ধ্বংস করা হয় ৬টি যুদ্ধ জাহাজ

0
8

বিমান সক্ষমতা ধ্বংসের পর এবার সিরিয়ার নৌ-সক্ষমতাকে নিশানা বানিয়েছে মার্কিন মদদে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

১০ ডিসেম্বর, মঙ্গলবার বৈশ্বিক সমুদ্র নিরাপত্তা ও পর্যবেক্ষণ বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমব্রে এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়,০৯ ডিসেম্বর, সোমবার সিরিয়ার লাতাকিয়া বন্দরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা। এতে দেশটির অন্তত ৬টি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার আল–বায়দা ও লাতাকিয়া বন্দরে সোমবার রাতে হামলা চালানো হয়। এখানেই ১৫টি জাহাজ নোঙর করা ছিল।

হামলার পরে ধারণ করা লাতাকিয়া বন্দরের একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি। ওই ভিডিওতে সারি সারি জাহাজ আর বন্দরের একাংশের ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায় ১টি ভ্যাসেল ও ৫টি সামুদ্রিক যুদ্ধ জাহাজ ডুবে রয়েছে।

এছাড়াও গত ৪৮ ঘণ্টায় দেশটিতে ৪৮০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লাতাকিয়া বন্দরের অদূরের বৈমানিক অস্ত্র ও সরঞ্জাম সংযুক্ত কেন্দ্রেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল । ১২ ডিসেম্বর, বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. Syria live news: Israel carries out 480 attacks; Banks, shops reopen
– https://tinyurl.com/bdhzyh45
2. Israel strikes Syria 480 times and seizes territory as Netanyahu pledges to change face of the Middle East
– https://tinyurl.com/2s4bjmuc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান জিহাদের প্রথম সারির নেতা খলিলুর রহমান হাক্কানি শহীদ হয়েছেন