ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরো পাঁচ সেনা নিহত হয়েছে। ২১ ডিসেম্বর, শনিবার হামাস যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসব ইহুদিবাদীকে হত্যা করে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, “একটি জটিল অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের তিন সেনাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়।”
এই ঘটনাকে দখলদার সেনাদের বিরুদ্ধে এ ধরনের দ্বিতীয় অভিযান বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, এই অভিযানের পর হামাস যোদ্ধারা একটি ভবনের ভেতরে কয়েকজন ইহুদিবাদী পদাতিক সেনাকে ঘেরাও করে। সেখানে হামাসের হামলায় অন্তত আরো দুই সেনা নিহত হয়। জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি জায়গায়ও ইহুদিবাদী সেনাদের সাথে হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে।
মার্কিন মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল গত ১৫ মাস ধরে উপত্যকায় গণহত্যার লাগামহীন গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যায় এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখের বেশি। লক্ষাধিক মানুষ হয়েছেন বাস্তুহারা ও স্বজনহারা।
তথ্যসূত্র:
1. The Jabaliya Strategy – Resistance Roundup – Day 442
– https://tinyurl.com/37nvaaxe
2. 5 Israeli forces killed as Palestinian fighters face up to regime’s war machine
– https://tinyurl.com/3693phzk