একইদিন নাইজারের ৪টি এলাকায় মুজাহিদদের সফল হামলা

1
62

আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা, নাইজারের উত্তরাঞ্চলে একইদিনে ৪টি হামলা চালিয়েছেন বলে জানা গেছে।

আয-যাল্লাকার তথ্য অনুযায়ী, গত ২২ ডিসেম্বর রবিবার, নাইজারের উত্তরাঞ্চলীয় টিলাবেরি রাজ্যের ৩টি এলাকায় সামরিক অপারেশন পরিচালনা করছেন মুজাহিদিনরা। অভিযানগুলো মুজাহিদিনরা অতর্কিত আক্রমণ ও আইইডি বিস্ফোরণের মাধ্যমে নাইজার সেনাবাহিনীর একটি সামরিক কনভয় ও ২টি টহল দলকে টার্গেট করে পরিচালনা করেছেন। ফলশ্রুতিতে নাইজার সেনাবাহিনীর ২টি গাড়ি, ৬টি মোটরসাইকেল এবং অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে যায়। এসময় হতাহত হয় অনেক নাইজার সৈন্য, তবে শত্রু বাহিনীর হতাহত সেনাদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় নি।

এদিন নাইজারের গুনকি অঞ্চলের ইয়েলো এলাকায় আরও একটি আক্রমণ চালান মুজাহিদিনরা। আক্রমণটি ইয়েলো এলাকায় নাইজার সামরিক বাহিনীর একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশ স্টেশনে পরিচালিত এই অভিযানে নাইজারের ৩ পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও অনেক সদস্য আহত হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/d3mrzrr6

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতার বাড়িতে নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বাদাখশান প্রদেশে ২২টি সেচ ব্যবস্থাপনা প্রকল্পের সফল বাস্তবায়ন