মালির রাজধানী বামাকোয় দেশটির জান্তা বাহিনীর একটি সামরিক কনভয় টার্গেট করে একটি সফল অ্যাম্বুশ করেছেন মুজাহিদিনরা। এতে জান্তা বাহিনীর ১০ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, মালির রাজধানী বামাকোর পশ্চিমে কিতা শহরের একটি সফল অ্যাম্বুশ পরিচালনা করছেন মুজাহিদিনরা। উক্ত শহরে দেশটির জান্তা বাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে মুজাহিদিনরা অতর্কিত অভিযানটি পরিচালনা করেন। এতে জান্তা বাহিনীর ১০ সৈন্য নিহত এবং বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে। ধ্বংস করা হয়েছে জান্তা বাহিনীর ৪টি সামরিক যান এবং ১টি সাঁজোয়া যান।
এছাড়াও অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে প্রচুর সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ গনিমত হিসাবে লাভ করেন। এরমধ্যে রয়েছে একটি 14.5mm ভারী মেশিনগান, ৩টি মেশিনগান (দুশকা), ৫টি পিকা, ২টি আরপিজি, ১৭টি ক্লাশিনকোভ, চটি আরপিজি শেল, ১৬টি ক্যাসেট, 41টি বুলেট বাক্স, ২৯টি গোলাবারুদ বাক্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
তথ্যসূত্র:
|١| استهداف رتل للعدوّ غرب العاصمة المالية (باماكو)
– https://tinyurl.com/yc3xv6p4