মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এরই ধারাবাহিকতায় আবারো ইসরায়েলের কাছে আরও শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে। এ নিয়ে জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে।
দুইটি সূত্রের বরাত দিয়ে ৩ জানুয়ারি, শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথমে এই তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে।
এ ছাড়া এই তালিকায় রয়েছে গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেডও রয়েছে।
রয়টার্স বলছে, তারা এই বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এ নিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় মার্কিন মদদে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলার ইসরায়েল। ইহুদিবাদী এই রাষ্ট্রের বর্বরোচিত হামলায় অন্তত ৪৫ হাজার ৫৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এছাড়া ধ্বংস হয়েছে অবরুদ্ধ উপত্যকার সিংহভাগ ঘরবাড়ি, হাসপাতাল। তীব্র শীতে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন গাজার লাখ লাখ মানুষ।
তথ্যসূত্র:
1. US plans $8 billion arms sale to Israel, US official says
– https://tinyurl.com/3s2ap2kv
2. State Department notifies Congress of planned $8 billion arms sale to Israel
– https://tinyurl.com/4neu8vyy