ইয়েমেনে সংযুক্ত আরব-আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনীর উপর একাধিক ড্রোন ও স্নাইপার হামলা চালিয়েছে আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা আনসারুশ শরিয়াহ্।
আল-মালাহিম মিডিয়া সূত্রে জানা গেছে, আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা গত ৭ জানুয়ারি মঙ্গলবার, আবিয়ানের মুদিয়া এলাকায় একটি স্নাইপার হামলা চালিয়েছেন। মুজাহিদদের এই হামলার সফল লক্ষ্যবস্তুতে পরিণত হয় সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে “দক্ষিণী বাহিনী”র এক মিলিশিয়া সদস্য।
এদিন শাবওয়াহ রাজ্যের মাসিনা এলাকায় একটি সফল ড্রোন হামলা চালান মুজাহিদিনরা। হামলাটি আমিরাত সমর্থিত দক্ষিণী বাহিনীর একটি সমাবেশস্থল লক্ষ্য করে এয়ার-ড্রপড 40mm রকেট দ্বারা চালানো হয়েছে। ফলশ্রুতিতে বেশ কিছু মিলিশিয়া সদস্য হতাহত হয়েছে।
এমনিভাবে গত ৮ জানুয়ারি বুধবার সকালে দক্ষিনী মিলিশিয়া বাহিনীকে টার্গেট করে ২টি ড্রোন হামলা চালান মুজাহিদিনরা। আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা প্রথম ড্রোন হামলাটি চালান আল-বাকিরা এলাকায় মিলিশিয়া বাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে। এতে সামরিক যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর আরোহী মিলিশিয়া সদস্যরা হতাহত হয়।
মুজাহিদিনরা এদিন দ্বিতীয় ড্রোন হামলাটি চালান আল-বাকিরা এলাকায় অবস্থিত মিলিশিয়া বাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে। এতে সামরিক ব্যারাকটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ভাড়াটেদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, ফলে তারা দ্রুত সামরিক ব্যারাক থেকে দৌড়ে পলায়ন করে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2v2ns3zs