১২ জানুয়ারি, রবিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৬ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে।
এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৬০ জন ব্যক্তি আহত হয়েছেন।
মন্ত্রণালয় বলেছে, রবিবার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরও ৮৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে ইসরায়েলি দখলদার বাহিনী গত ১০০ দিন ধরে উত্তর গাজায় চালানো অবরোধ এবং আক্রমণে অন্তত ৫,০০০ ফিলিস্তিনি নিহত এবং নিখোঁজ হয়েছেন। এসময় আরও ৯,৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরার একটি মেডিক্যাল সূত্র।
ইসরায়েল গত অক্টোবর মাসে উত্তর গাজায় সামরিক অভিযান শুরু করে। এই অবরোধকে গাজার সরকারী মিডিয়া অফিস “জাতিগত নিধনের সবচেয়ে ভয়াবহ রূপ” বলে অভিহিত করেছে। সেখানে শত শত মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্কুল, হাসপাতাল, এমনকি শরণার্থী শিবিরও ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, উত্তর গাজা এখন এক “ভূতুড়ে এলাকা,” যেখানে ধ্বংসাবশেষের মধ্যেও কিছু মানুষ রয়ে গেছেন।
তথ্যসূত্র:
1. ‘Ghost area’: 5,000 killed or missing due to Israel’s siege of north Gaza
– https://tinyurl.com/4sxbnjnx
2. Israeli attacks kill 28 more Gazans as death toll tops 46,500
– https://tinyurl.com/2v3aeyxf