আফগানিস্তানের লোগার প্রদেশে ১৭টি ও পাকতিকা প্রদেশে ২১টি পানি ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়ন

0
27

দেশজুড়ে সাফল্যের সাথে শত শত পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। চলতি বছরে (হিজরি সৌরসাল ১৪০৩) দেশটির লোগার প্রদেশে ১৭টি পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া সরকারের পানি সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৬২.৩ মিলিয়ন আফগানি। প্রাদেশিক রাজধানীসহ অন্যান্য ৪টি জেলায় প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া পাকতিকা প্রদেশে ২১টি পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করেছে উক্ত মন্ত্রণালয়য়। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ মিলিয়ন আফগানি। বাস্তবায়িত এই সকল প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লোগার প্রদেশের দুটি প্রধান বাঁধের রক্ষণাবেক্ষণ ও তদারকি এবং খাল, পুকুর, কূপ খনন ও সংস্কার কার্যক্রম। পাশাপাশি আরও রয়েছে বাঁধ, ক্যারেজ সিস্টেম, হেডওয়াল ও রক্ষণাবেক্ষণ প্রাচীর নির্মাণ ইত্যাদি।

উল্লেখ্য যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট ও অংশীদার সংস্থাসমূহের যৌথ সমন্বয়ে প্রকল্পসমূহের ব্যয় বরাদ্দ করা হয়েছিল।


তথ্যসূত্র:
1. 17 Development Projects Completed in Logar
– https://tinyurl.com/nfwf9h3c
2. روان کال پکتیا کې د اوبو د تنظیم په موخه ۲۱ پروژې بشپړې شوې
– https://tinyurl.com/4mh5pyxv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে দমকল বিভাগের কার্যক্রমে বিপুল সাফল্য