ক্যালিফোর্নিয়ায় এখনো জ্বলছে একাধিক দাবানল

0
84

প্রবল হাওয়া ও শুষ্ক আবহাওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এখনো জ্বলছে একাধিক দাবানল। দমকলকর্মীরা দাবানলের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যাসটেইক হ্রদের নিকটবর্তী পর্বতমালায় হিউস দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ৫০ হাজারের বেশি মানুষকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়। হিউস দাবানলের সংলগ্ন এলাকায় ধোঁয়া, ধুলো ও ছাই মিশ্রিত দমকা বাতাস থেকে বাঁচতে স্বাস্থ্য বিষয়ক উপদেশ জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ড. মানটু ডেভিস এক বিবৃতিতে বলেছেন, ‘ধোঁয়া ও ছাইসবার ক্ষতি করতে পারে, এমনকি যারা সুস্থ রয়েছেন, তাদেরকেও।’

ভেনচুরা কাউন্টিতে লাগুনা দাবানলের ফলে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় চ্যানেল দ্বীপ ও ইউনিভার্সিটি গ্লেনে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রেডিকশন সেন্টার বলেছে, সান্তা অ্যানা সমুদ্রতীরের অদূরে ‘প্রবল দমকা’ বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বইতে থাকবে; কিছু পর্বতমালায় এই দমকা বাতাসের গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটারে পৌঁছতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ‘খুব কম আর্দ্রতা ও আগে থেকেই শুষ্ক অবস্থা’র সঙ্গে জোরালো বাতাসের ফলে এই সেন্টার তড়িঘড়ি বৃহস্পতিবার দাবানলজনিত আবহাওয়ার গুরুতর ঝুঁকি সংক্রান্ত সতর্কতা অব্যাহত রেখেছে।

লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে দাবানল লেক ক্যাসটেইক বিনোদন এলাকার কাছে ৪১ বর্গ কিলোমিটারের বেশি এলাকাকে আগুনে ঝলসে দিয়েছে।


তথ্যসূত্র:
1. Trump visits fire-stricken California, vows ‘to get it fixed’
– https://tinyurl.com/jw4pkbxa
2. Fire-ravaged Southern California grapples with new infernos this week as much-needed rain could unleash more deadly hazards
– https://tinyurl.com/2szmktsn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় জমি পুনরুদ্ধার ও নিবন্ধন: আফগানিস্তানের টেকসই উন্নয়নে তালিবান সরকারের পদক্ষেপ
পরবর্তী নিবন্ধবেনিনিজ সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে আল-কায়েদা মুজাহিদিনদের হামলা: নিহত অন্তত ৪