পাকিস্তানে সামরিক চেকপোস্টে টিটিপির হামলা: হতাহত ৮ সেনা

0
196

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে সেনাবাহিনীর একটি চেকপোস্টে সশস্ত্র হামলার ঘটনায় ৮ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, দক্ষিণ পাঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান জেলায় সামরিক একটি সফল অপারেশন চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুজাহিদিনরা। গত ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়, জেলাটির তাওনসা শরীফ এলাকায় একটি সেনা চেকপোস্ট লক্ষ্য করে উক্ত হামলাটি চালানো হয়।

টিটিপির মুজাহিদিনরা এই অভিযানে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে চেকপোস্টে থাকা সেনা সদস্যদের টার্গেট করেন। এতে পাকিস্তান সামরিক বাহিনীর ৫ সদস্য নিহত এবং আরও ৩ সদস্য আহত হয়। সেই সাথে মুজাহিদিনরা সামরিক বাহিনীর দুটি নিরাপত্তা ক্যামেরা ধ্বংস করেন, যেগুলো ৩ কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি করতে সক্ষম ছিলো। আর অভিযান শেষে মুজাহিদিনরা নিরাপদে নিজেদের গন্তব্যে ফিরে যান।


তথ্যসূত্র:
1| د پاکستاني طالبانو د نن شپې په خونړي برید کې ۸ فوځیانو ته مرګ ژوبله اوښتې
– https://tinyurl.com/3p9p4yex

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে ভারতীয় দখলদার বাহিনীর গুলিতে দুই মুসলিম যুবক শহীদ
পরবর্তী নিবন্ধবুরকিনায় আইএস খারেজিদের উপর মুজাহিদদের সফল আক্রমণ: ৯ খারেজি নিহত