![বিগত বছর ১৫,২০০ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/বিগত-বছর-১৫২০০-মেট্রিক-টন-চিকিৎসা-সামগ্রী-রপ্তানি-করেছে-ইমারতে-ইসলামিয়া-প্রশাসন.webp)
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে সর্বমোট ১৫ হাজার ২০০ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এতে উপার্জন হয়েছে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। ইমারতে ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম যাওয়াদ হাফিযাহুল্লাহ জানান, উক্ত চিকিৎসা সামগ্রী পাকিস্তান, ইরান, চীন, কিরগিজস্তান, ভারত, জাপান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেন, রাশিয়া এবং আরও বেশ কয়েকটি দেশে প্রেরণ করা হয়েছিল।
তথ্যসূত্র:
1. Last year’s medical supply exports reached 15,200 metric tons
– https://tinyurl.com/bdhm9tp9