পূর্ব হিরানে শাবাব মুজাহিদিনের হামলায় ১০০ শত্রু সৈন্য নিহত

0
175

এক দশকেরও বেশি সময় ধরে মধ্য সোমালিয়ায় হিরান রাজ্যের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হারাকাতুশ শাবাব প্রশাসন। শাবাব মুজাহিদিনের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত অঞ্চলটি দখল করতে চলতি মাসে দ্বিতীয় বারের মতো আগ্রাসন শুরু করেছিল মোগাদিশু বাহিনী।

গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি, রাজ্যটির পূর্বাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকান জোট বাহিনীর সহায়তায় আগ্রাসন চালাতে শুরু করে মোগাদিশু বাহিনী ও একে সমর্থনকারী মিলিশিয়া গোষ্ঠীগুলো। এসময় অঞ্চলটির নিরাপত্তার দায়িত্বে থাকা হারাকাতুশ শাবাব প্রশাসনের সাথে যুক্ত মুজাহিদিনরা মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। ফলশ্রুতিতে হিরান রাজ্যের পূর্বাঞ্চলীয় বিরা-ইয়াবাল এলাকাতেই মুজাহিদদের আক্রমণে প্রথম দিনেই মোগাদিশু বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্তত ৪১ সৈন্য নিহত এবং আরও ৪৫ এরও বেশি সৈন্য আহত হয়েছে। বাকি সৈন্যরা জীবন বাঁচাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছে। শুক্রবারের এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত মোগাদিশু বাহিনী ও মিলিশিয়ারা যুদ্ধক্ষেত্র থেকে তাদের নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।

এমন পরিস্থিতিতে শনিবার দ্বিতীয় দিনের মতো, রাজ্যটিতে শাবাব মুজাহিদিন নিয়ন্ত্রিত বিরা-ইয়াবাল এবং আবুরী এলাকায় আগ্রাসন চালাতে শুরু করে মোগাদিশু বাহিনী। তখন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরাও আরও শক্ত হস্তে মোগাদিশু বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করেন।

সূত্রমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা এদিন আইইডি বিস্ফোরণের পাশাপাশি শত্রু কনভয়গুলোতে একাধিক গেরিলা ও অতর্কিত আক্রমণ চালান। এই যুদ্ধে শাবাব মুজাহিদিনরা শক্তিশালী বিস্ফোরক ও ভারী অস্ত্র ব্যবহার করেন। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীর ৫৯ সৈন্য ও মিলিশিয়া সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও অসংখ্য শত্রু সৈন্য।

বিদেশি দখলদার শক্তির বিমান সহায়তা নিয়ে যুদ্ধের ময়দানে আসা মোগাদিশু বাহিনী, মুজাহিদদের স্থলপথের তীব্র আক্রমণের ফলে যুদ্ধের ময়দানে দাড়িয়ে থাকতে পারে নি। বরং এই যুদ্ধে মোগাদিশু বাহিনীকে ময়দানে টেনে আনা মোগাদিশু সরকারের অফিসার আলি জয়েতী ওসমান এবং মুসে ওয়েহলিয়ী তাদের মিলিশিয়াদের নিয়ে বুলুবার্দি ও বালদাউইন শহরের দিকে পিছু হটে এবং অফিসাররা শহর ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মোগাদিশু বাহিনীর পলায়নের পর, ৯ ফেব্রুয়ারি রবিবার, পূর্ব হিরানে শাবাব প্রশাসনের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্থিতিশীল ও শান্ত পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রতিক দিনগুলিতে বিদেশি দখলদার শক্তির সমর্থন নিয়ে আক্রমণকারী মোগাদিশু বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করার পাশাপাশি হারাকাতুশ শাবাব মুজাহিদিন তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোকে শক্ত হস্তে সীসা ঢালা প্রাচীরের ন্যায় রক্ষা করছেন।


তথ্যসূত্র:
1. ku dhowaad 100 askari ayaa ciidamada hunwanta ah looga dilay
– https://tinyurl.com/y6nvp6d4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে ইমারতে ইসলামিয়ায় নির্মিত হল আরও দু’টি হাসপাতাল
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত