উজবেকিস্তানকে দেশীয় মুদ্রায় বাণিজ্যের প্রস্তাব ইমারতে ইসলামিয়ার উপ-প্রধানমন্ত্রীর

0
21

উজবেকিস্তানের সঙ্গে দেশীয় মুদ্রায় বাণিজ্য লেনদেনের প্রস্তাব দিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। গত ২৩ ফেব্রুয়ারি উজবেক উপ-প্রধানমন্ত্রী ড. জামশেদ খোজায়েভের সঙ্গে বৈঠকে ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বারাদার আখুন্দ (হাফিযাহুল্লাহ) এই আহ্বান জানান।

অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রী বলেন, ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার পর আফগানিস্তান ও উজবেকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক আরও স্থিতিশীল হয়েছে এবং বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করতে তিনি দেশীয় মুদ্রায় লেনদেন, আন্তঃসীমান্ত শুল্ক ব্যবস্থার উন্নয়ন ও ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন। একইসঙ্গে, উজবেকিস্তানের উন্নত বাজারে আফগান ব্যবসায়ীদের প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি ও ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান, যাতে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম আরও সুসংগঠিত হয় এবং ব্যবসায়ীরা নতুন সুযোগ পায়।

তিনি আরও বলেন, আফগানিস্তান আন্তর্জাতিক বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং উজবেক বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আশ্বাস দেন যে ইমারতে ইসলামিয়া সরকার বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করবে।

এছাড়াও, তিনি উজবেকিস্তানকে দ্রুত ৫০০ কেভি বিদ্যুৎ লাইন ও আফগান-ট্রান্স প্রকল্প বাস্তবায়ন শুরুর আহ্বান জানান।

বৈঠকে উজবেক উপ-প্রধানমন্ত্রী ড. জামশেদ খোজায়েভ আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, বাণিজ্য, পরিবহন, খনি, রেল ও ব্যাংকিং খাতে উজবেকিস্তান আফগানিস্তানকে সহযোগিতা করবে। দুই দেশের প্রযুক্তিগত কমিটিগুলো যৌথভাবে অবকাঠামো উন্নয়ন, শিল্প খাতে বিনিয়োগ, রেলওয়ে সম্প্রসারণ ও ব্যাংকিং সহযোগিতায় কাজ করবে বলে তিনি নিশ্চিত করেন।


তথ্যসূত্র:
1. Afghanistan-Uzbekistan Strengthen Economic Cooperation
– https://tinyurl.com/4etf6hst

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মিলল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আয়নাঘর; স্থানীয়দের জিম্মি করে আদায় করতো লাখ লাখ টাকার চাঁদা
পরবর্তী নিবন্ধ২০ বছর লড়াই করেছি আলেমদের ফতোয়ার ভিত্তিতে, এখন কেন বাইরের কথা শুনবো?: ইমারতে ইসলামিয়ার মন্ত্রী