
বিজেপি শাসিত ভারতের উত্তর প্রদেশের লখনৌ জেলায় মসজিদের মাইকে আজান দেয়ায় এক ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ইমাম প্রশাসনের অনুমতি ছাড়াই মসজিদে যোহরের নামাজের সময় মাইকে আজান দিয়েছেন।
গত ৩ মার্চ দ্য অবজারভার পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, জাহানাবাদের মাল্লাওয়ান এলাকার কাজিটোলা মসজিদের ইমামা মাওলানা আশফাক মাইকে আজান দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের দাবি, মাইকে উচ্চস্বরে শব্দ দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যাহত হয়েছে এবং আশপাশের অসুস্থ বাসিন্দাদের সমস্যা সৃষ্টি করেছে।
এ ঘটনার পর, সরকারি আইন অমান্য ও জননিরাপত্তা ভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও, তথাকথিত শব্দ দূষণ বিধিমালা কার্যকর করার অংশ হিসেবে, অনুমতি ছাড়াই মসজিদে মাইক স্থাপনের কারণে আরও তিনজন ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তথ্যসূত্র:
1. UP: Muslim Cleric Booked for Using a loudspeaker to call for noon prayer; Police say permission was not obtained
– https://tinyurl.com/yphjabns