ইসরায়েলি পার্লামেন্টে হাতাহাতি; আহত দুই

0
15

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিবেশন চলাকালে গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়েছে। এ ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছে।

৩ মার্চ, সোমবার এ ঘটনা ঘটে। দখলদার ইসরায়েল গোপন করার চেষ্টা করলেও পরবর্তীতে সামাজিক যোগযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় ব্যর্থতার বিষয়ে একটি সরকারি রাষ্ট্রীয় তদন্ত সম্পর্কে নেসেটে অধিবেশন চলছিল। এতে অংশ নিতে বাধা দেওয়া হয় বন্দিদের পরিবারের সদস্যদের। তখন তারা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, ৭ অক্টোবর নিহত এক সেনা সদস্যের বাবা নিরাপত্তারক্ষীকে বলছে, আমার ছেলে আপনাকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। আপনি কীভাবে আমাকে অধিবেশনে ঢুকতে বাধা দেবেন, আমি দেখে নেব। সবাই এখানে ঢুকবে।

হাতাহাতির জেরে দুজন আহত হওয়ার পর নেসেটের সিড়িতে অবস্থান নেয় অক্টোবর কাউন্সিলের সদস্যরা। এ সময় তারা ক্যাডিশ আবৃত্তি করতে থাকে এবং নিহত ও জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড তুলে ধরে। কিছু সময় এই পরিস্থিতি চলার পর নেসেট অধিবেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের।

অনুমতি পাওয়ার পর তারা প্রবেশ করে এবং নেতানিয়াহুর বক্তব্যের সময় তারা নেতানিয়াহুকে পৃষ্ঠ প্রদর্শন করে দাঁড়ায়। সেই সঙ্গে নিহত ও জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ডও তুলে ধরে তারা।

এর আগে পরিবারগুলো নেসেটের বাইরে একটি সংবাদ সম্মেলন করে। এ সময় গাজায় নিহত এক ইসরায়েলি বন্দির মা তদন্তের সরকারি কমিশন প্রতিষ্ঠার আহ্বান জানায়। সে বলেছে, সরকার এই বিষয়ে জনসাধারণের দাবি ব্যাপকভাবে উপেক্ষা করছে।


তথ্যসূত্র:
1. Israel Parliament Brawl LIVE: Israeli Guards Clash with October 7 Hostages’ Kin |Netanyahu’s Address
– https://tinyurl.com/y8ku5dxw
2. Family of Oct. 7 hostages, Knesset guards brawl ahead of Netanyahu speech: ‘Is this how bereaved families are treated?’
– https://tinyurl.com/dn494fbd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার ধ্বংসস্তূপে মিলল আরও ৩০ মরদেহ, নিহত সাড়ে ৪৮ হাজার ছুঁইছুঁই
পরবর্তী নিবন্ধভারতের ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের