গরু বিতরণের সময় বিএনপি নেতাদের জিজ্ঞেস না করায় ইউএনওকে হেনস্তা

0
29

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছে বিএনপির নেতাকর্মীরা। তাদেরকে জিজ্ঞাসা না করে কেন গরু বিতরণ করা হচ্ছে, এ অভিযোগ তুলে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীনকে লাঞ্ছিত করেছে তারা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় পূর্বের তালিকাভুক্ত ৮০ জন জেলের মাঝে একটি করে গরু বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। তিনি ৪৮টি গরু জেলেদের হাতে হস্তান্তর করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। পরে উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা কমিটির সদস্য খোকন প্যাদা, চাঁদপাশা ইউনিয়নের রুবেল সরকার, রাজগুরু এলাকার নান্টু জমাদ্দারসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়। তারা মুঠোফোনে যোগাযোগ করে বিএনপির আরও অনেককে এনে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত হয়ে বিএনপির এক নেতা বাবুগঞ্জ মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীনকে বলছেন, ‘আমরা এর আগেও শুনেছি যে জামায়াতের লোক নিয়ে আপনি জেলে কার্ড করেছেন। বিএনপির লোক গেলে বলেন চলে যান।’ বিএনপির অপর এক নেতা বলেন,‘গরু দেওয়ার বিষয়ে আমার কাছে জিজ্ঞেস করেনি। আমার এলাকার লোককে বারবার বঞ্চিত করতে পারি না। সে আওয়ামী লীগের লোককে গরু দেয়।’ এ সময় মৎস্য কর্মকর্তা তাদের বসতে বললে চিৎকার করে বিএনপির নেতারা বলে, ‘আপনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের প্রেতাত্মা।’


তথ্যসূত্র:
১. বিএনপি নেতাদের জিজ্ঞেস না করায় মৎস্য কর্মকর্তা লাঞ্ছিত
– https://tinyurl.com/bdf2pmrr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো হত্যা মামলার আসামি ৯৫২ পুলিশ; গ্রেফতার মাত্র ২৮ জন, বহাল তবিয়তে চাকুরিতেই আছে বেশিরভাগ
পরবর্তী নিবন্ধব্রিজের ছাউনি ভেঙ্গে রড চুরি করলো বিএনপির তিন নেতা