
কলেজ ক্যাম্পাসে ইফতারের আয়োজন করায় বিক্ষোভ করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। গত শনিবার (০৮ মার্চ) ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার এলাকায় ঋষিকুল আয়ুর্বেদিক কলেজে এই ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আয়ুর্বেদিক কলেজের মুসলিম শিক্ষার্থীরা রমাদান উপলক্ষে একটি ইফতার মাহফিলের আয়োজন করে। এরই প্রেক্ষিতে বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দল। ‘জিহাদি পরিকল্পনা’ করার অভিযোগ তুলে তারা সেখানে বিক্ষোভ করে। কোনও প্রমাণ ছাড়াই উগ্রবাদী হিন্দুরা এই দাবী করে।
যদি কলেজ প্রশাসন এই ইফতারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা সহিংস আন্দোলনের হুমকিও দেয়।
ভারতে মুসলিমদের উপর নির্যাতন উগ্রহিন্দুদের অন্যতম একটি এজেন্ডা। তারা মুসলিমদের স্থাপনা এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে হামলা চালিয়ে মুসলিমদের কোণঠাসা করে রাখছে। পুরো বছর জুড়েই তাদের এই আগ্রাসন চালিয়ে থাকে। সম্প্রতি রমাদান মাস উপলক্ষে তাদের উগ্রবাদী কার্যক্রম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
বিস্তারিত পড়ুন:
ভারতে মসজিদের মাইকে ইফতার ঘোষণা দেয়ায় ইমামসহ ৯ মুসলিম গ্রেফতার
তথ্যসূত্র:
1. Bajrang Dal storms Haridwar college over Iftar party, cries Islamic Jihad
– https://tinyurl.com/5n7997nr