
সোমালিয়ার বালাদ শহরে সরকারি মিলিশিয়াদের উপর প্রচণ্ড আক্রমণের নথিভুক্ত একটি লাইভ ফুটেজ প্রকাশ করেছে আশ-শাবাব। এতে সম্প্রতি বালাদ জেলায় ঘটে যাওয়া ঘটনার একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
গত ৯ মার্চ শনিবার, প্রায় পাঁচ মিনিট ধরে চলা এই লাইভ ফুটেজটি প্রকাশ করেছে দলটির অন্যতম মিডিয়া শাখা আল-কাতাইব। এতে মধ্য শাবেলি রাজ্যের বালাদ শহরে গত ২৭ ফেব্রুয়ারি মুজাহিদদের পরিচালিত ব্যাপক আক্রমণের দৃশ্যগুলো নথিভুক্ত করা হয়েছে। অভিযান শেষে মুজাহিদিনরা রাজধানী থেকে মাত ৩০ কিলিমিটার দূরের এই শহরটির নিয়ন্ত্রণ নেন। এরপর এখানকার কারাগারে আটকে রাখা বেসামরিক নাগরিকদের মুক্ত করেন।
হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন কর্তৃক সামরিক ঘাঁটি ও শহরটি বিজয়ে বেসামরিক নাগরিকরা আনন্দ ও উৎসাহের সাথে মুজাহিদদের স্বাগত জানান।
শহরটি বিজয়ের কিছু দৃশ্য দেখুন…