
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দখল নিতে হারুন নামের এক হকারকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। তারা হল ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুম মুনির নায়িব এবং দেওয়ান ফজলে হাসান নিওন।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ব্যাপারে দুটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজধানীর নিউ মার্কেটের গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে হকার হারুনকে মারধর করে। শুক্রবার দুপুরে ফুটপাতের দোকান থেকে ধরে নিয়ে গ্লোব মার্কেটের পার্শ্ববর্তী মেঘনা ফিলিং স্টেশনে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে মারধরের শিকার হকার মোহাম্মদ হারুন।
তথ্যসূত্র:
১. হকারের মোবাইল ছিনতাই, ছাত্রদলের নেতাকে অব্যাহতি
– https://tinyurl.com/yc2uvfew