
পাইন বাদাম রপ্তানিতে উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের তথ্য জানিয়েছে ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। চলতি বছরের (১৪০৩ হিজরি সৌরসাল) ১১ মাসে পাইন বাদাম রপ্তানির মাধ্যমে আফগানিস্তানের উপার্জন ১৪ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানিকৃত পাইন বাদামের সর্বমোট পরিমাণ প্রায় ১১০০ মেট্রিক টন।
এ পণ্য অস্ট্রিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, তুরস্ক ও অন্যান্য দেশে রপ্তানি করা হয়েছে। এতে বিশ্ববাজারে আফগান পাইন বাদামের ক্রমবর্ধমান চাহিদা প্রতীয়মান হচ্ছে। তালিবান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দযাদা আব্দুস সালাম যাওয়াদ হাফিযাহুল্লাহ এক ভিডিও সাক্ষাতকারে তথ্যগুলো প্রদান করেছেন।
বিশ্ববাজারের আফগান পাইন বাদামের অনন্য গুরুত্ব রয়েছে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ। তাই এ খাতে রপ্তানি আরও বাড়ানোর প্রয়োজনীয়তা ব্যক্ত করছেন তারা। রপ্তানি সম্প্রসারণের সাথে সাথে এ শিল্পে নতুন নতুন কর্মসংস্থান গড়ে উঠবে বলে তারা মতামত জানিয়েছেন।
এছাড়া বিগত ১১ মাসে তাজা ফল রপ্তানি করে প্রায় ১৪৩.১১ মিলিয়ন ডলার উপার্জন করেছে ইমারতে ইসলামিয়া। অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও রপ্তানি খাতের এ অর্জনসমূহ ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অগ্রগতিকে তুলে ধরছে।
তথ্যসূত্র:
1. Afghanistan Exports $14M in Pine Nuts to Global Markets
– https://tinyurl.com/mvz2ecek
2. 1,100 Tons of Pine Nut Exported to Global Markets in 11 Months
– https://tinyurl.com/3vvjam4b