আফগানিস্তানে বাণিজ্যিক কার্যক্রম গতিশীল, এক সপ্তাহে রেলপথে ৮৫ হাজার মেট্রিক টন পণ্য পরিবহন

0
3

ইমারতে ইসলামিয়া প্রশাসনের নেতৃত্বে আফগানিস্তানের বাণিজ্যিক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে দেশের রেলপথ ব্যবহার করে নিয়মিত পণ্য আমদানি, রপ্তানি ও ট্রানজিট কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৯ মার্চ দেশটির গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে রেলপথের মাধ্যমে ৮৫,৭১৮ মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়েছে। এর মধ্যে হেরাতান বন্দর দিয়ে ৬৬,৬২৯ মেট্রিক টন, আকিনা বন্দর দিয়ে ২,৩০১ মেট্রিক টন, তোরঘুন্ডি বন্দর দিয়ে ১২,৭১২ মেট্রিক টন এবং খাওফ-হেরাত রেলপথ দিয়ে ৪,০৭৬ মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়েছে। এসব পণ্যের মধ্যে তেলজাতীয়, নন-অয়েল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করেছে।

এছাড়াও, গত সপ্তাহে ট্রানজিট ও রপ্তানির আওতায় ২,৩৯০ মেট্রিক টন পণ্য রপ্তানি করা হয়েছে, যেখানে প্রধান রপ্তানি পণ্যের মধ্যে শুকনো ফল, বেদানার রস, কমলা ও আলু অন্তর্ভুক্ত ছিল।

গণপূর্ত মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইমারতে ইসলামিয়া প্রশাসন বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণের লক্ষ্যে রেলপথের আধুনিকায়ন ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।


তথ্যসূত্র:
1. تېره اونۍ د اوسپنې پټلۍ له لارې څه باندې ۸۵ زره مټریک ټنه انتقالات ترسره شوي
– https://tinyurl.com/5a3pzr38

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে পাইন বাদাম রপ্তানিতে মাইলফলক অর্জন, বিগত ১১ মাসে রপ্তানি ১১০০ টন
পরবর্তী নিবন্ধগুজরাটে মুসলিমদের উপর উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনা মিডিয়াতে বলায় গ্রেফতার মুসলিম যুবক