সিরিয়ায় নিরাপত্তা অভিযান সমাপ্ত ঘোষণা, ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার

0
72

সিরিয়ার সরকার দেশের পশ্চিম উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা অভিযান শেষ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অঞ্চলটি সাবেক স্বৈরশাসক আসাদপন্থী সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে পরিচিত। ১০ মার্চ, সোমবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান আবদুল গনি বলেছেন, লাতাকিয়া ও তারতুস প্রদেশে নিরাপত্তা হুমকি নিরপেক্ষ করা হয়েছে।

হাসান আবদুল ঘানি জানিয়েছেন, লাতাকিয়া ও তারতুস প্রদেশে ‘নিরাপত্তা হুমকি ও পুরনো শাসনযন্ত্রের অবশিষ্টাংশ’ দমনে পরিচালিত সামরিক অভিযান সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আমরা ক্ষমতাচ্যুত শাসনব্যবস্থা ও তাদের কর্মকর্তাদের আক্রমণ মোকাবিলা করতে সক্ষম হয়েছি এবং তাদের গুরুত্বপূর্ণ স্থান থেকে সরিয়ে দিয়েছি।

অন্যদিকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সহিংস সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের প্রত্যয় ব্যক্ত করেছেন। এক ভাষণে তিনি বলেন, সিরিয়া কোনো বিদেশি শক্তি বা দেশীয় গোষ্ঠীকে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেবে না। তিনি আরও বলেন, যারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে বা রাষ্ট্রীয় ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আল-শারার দফতর আরও জানিয়েছে, উভয় পক্ষের সংঘাত ও হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হচ্ছে।

হাসান আবদুল গনি সোমবার বলেছেন, নিরাপত্তা বাহিনী তদন্ত কমিটির সঙ্গে সহযোগিতা করবে এবং ঘটনার পরিস্থিতি উন্মোচন, তথ্য যাচাই ও ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পূর্ণ সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, আমরা সাবেক শাসনব্যবস্থার অবশিষ্টাংশ ও তাদের কর্মকর্তাদের আক্রমণ মোকাবিলা করতে পেরেছি। আমরা তাদের অভিযানের উপাদান ধ্বংস করেছি এবং তাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছি। বেশিরভাগ প্রধান সড়ক নিরাপদ করা হয়েছে।

গনি বলেন, আমরা স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা সুদৃঢ় করার পথ প্রশস্ত করছি। সাবেক স্বৈরশাসক আসাদপন্থী সশস্ত্র সন্ত্রাসীদের অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতের যেকোনও হুমকি দূর করার পরিকল্পনা রয়েছে।


তথ্যসূত্র:
1. What we know about the deadly violence in Syria
– https://tinyurl.com/bdfznxrr
2.Damascus faces demands for accountability after civilian killings
– https://tinyurl.com/39bfs7su

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-আকসা মসজিদ থেকে লাউডস্পিকার জব্দ করল দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, নিহত আরও ৪ ফিলিস্তিনি