সিরিয়ায় রাতের আঁধারে ব্যাপক বিমান হামলা দখলদার ইসরায়েলের

0
84

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। মূলত, দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ১০ মার্চ, সোমবার গভীর রাতে এই হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলি বাহিনী দেরা অঞ্চলের দুটি শহরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, রাজধানী দামেস্ক থেকে প্রায় ১০৩ কিলোমিটার দক্ষিণে দেরা প্রদেশের জাব্বাব ও ইজরা শহরের বিভিন্ন সামরিক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর মতে, ইসরায়েলি যুদ্ধবিমান সাবেক সরকারের আর্টিলারি রেজিমেন্ট ৮৯ এবং ১২তম ব্রিগেডের ওপর অন্তত ১৭টি হামলা চালিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর বরাতে জানা গেছে, হামলায় সিরিয়ার সামরিক বাহিনীর ফাঁড়ি, অস্ত্রভাণ্ডার, রাডার, ট্যাংক এবং কামান লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ইসরায়েল ৫০০-এরও বেশি হামলা চালিয়েছে এবং ২০২৫ সালে ইতোমধ্যেই ২১টি হামলা নথিভুক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এসব হামলা সিরিয়ার সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমন। এর ফলে দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও সিরিয়ার সরকারের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এবং ভবিষ্যতেও এমন হামলার আশঙ্কা রয়েছে।

এছাড়া বাশার আল-আসাদের পতনের পর দখলদার ইসরায়েলি বাহিনী ১৯৭৪ সাল থেকে অধিকৃত গোলান মালভূমিতে বাফার জোনের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং অবৈধভাবে অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে।


তথ্যসূত্র:
1. Israeli warplanes attack military sites in Syria’s southern Deraa province
– https://tinyurl.com/2m7e3y77
2. Israel launches airstrikes on Syrian military sites in Daraa governate
– https://tinyurl.com/2783av6z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে ওয়াগনার ও জান্তার সামরিক কনভয়ে মুজাহিদদের হামলা: নিহত ১৪
পরবর্তী নিবন্ধট্রাম্পের অস্ত্র ফেরতের দাবির বিরুদ্ধে সাবেক আফগান সেনাদের প্রতিবাদ