ইমারতে ইসলামিয়ায় আরও ১১১ তরুণের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন

0
35

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে নতুন সদস্য সংযোজন করে চলেছে। এরই অংশ হিসেবে আরও ১১১ জন তরুণ সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

গত ১০ মার্চ, ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সেনা কোর ও ইউনিটের ১১১ জন তরুণ সদস্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবিষয়ক যৌথ প্রশিক্ষণ কমান্ড থেকে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এ উপলক্ষে প্রশিক্ষণ কেন্দ্রটি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মাওলানা নসিবুল্লাহ মাদানি হাফিজাহুল্লাহ-সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্নাতকদের উদ্দেশে মাওলানা নসিবুল্লাহ মাদানি বলেন, ‘পেশাগত ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার শিখুন এবং নিজের দক্ষতাকে আরও শক্তিশালী করুন। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী, সুশৃঙ্খল এবং সময়োপযোগী সামরিক বাহিনী গঠন করা, যা ইসলামি শাসনব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করবে।’


তথ্যসূত্র:
1. د عبدالله بن مسعود رضي الله عنه د جګړه ایزو ګډو زده کړو له قوماندانۍ څخه ۱۱۱ تنه ځوان منسوبین فارغ شول
– https://tinyurl.com/y9bzbcz6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, নিহত আরও ৪ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের গোপন মিটিং থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার