
পুলিশের ওপর হামলা করে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, রোববার (০৯ মার্চ) রাত ৭টায় খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তাকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চায়। তখন স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ছিনিয়ে নিয়ে যায়।
তথ্যসূত্র:
১. পুলিশকে পিটিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
– https://tinyurl.com/n3uuvk7a