আফগানিস্তানে অর্থনৈতিক স্বনির্ভরতার পথে নতুন মাত্রা, খনি সংশ্লিষ্ট ১১টি মেগাপ্রকল্পের অনুমোদন

0
25

বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ আফগানিস্তান। দেশটিতে মজুদে থাকা খনিজ সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়া। এ খাতে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে চেষ্টা অব্যাহত রেখেছে তালিবান প্রশাসন। এছাড়া খনিজ সম্পদের দক্ষ ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিগত ৩ বছরে ছোট-বড় উদ্যোক্তাগণের সাথে ২০০ এরও অধিক খনি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া। জাতীয় অর্থনীতিকে সুদৃঢ় করতে চুক্তিগুলো অবদান রাখছে। এর ফলে দেশের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, পাশাপাশি দেড় লাখেরও অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এ চুক্তিসমূহের মধ্যে তামা, সীসা, দস্তা, লোহা, কয়লা ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন অন্তর্ভুক্ত রয়েছে। বড় আকারের খনি কার্যক্রমে সর্বমোট বিনিয়োগ প্রায় ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সম্প্রতি খনি সংক্রান্ত ১১টি মেগাপ্রকল্প অনুমোদনের ঘোষণা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্পসমূহ হিজরি সৌর অর্থবছর ১৪০৩ (২০২৪-২০২৫) সালের মধ্যেই শুরু করতে উদ্যোগ নেয়া হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জাওযান প্রদেশের ইয়াতিম-তাক সিমেন্ট প্রকল্প, ফারিয়াব প্রদেশে অবস্থিত মায়মানা ও আন্দখোই লবণ খনি প্রকল্প, জাওযান প্রদেশের দারজাব লবণ খনি প্রকল্প, কান্দাহার প্রদেশে দারা-ই-নূর মার্বেল খনি প্রকল্প, লোগার প্রদেশের ক্রোমাইট খনি উন্নয়ন প্রকল্প, বাদঘিস প্রদেশের তাইমানি লামন কয়লা খনি প্রকল্প, হেরাত প্রদেশের কাশক ও তিরপুল গ্যাস বেসিন প্রকল্প, ফারিয়াব প্রদেশের টোটি ময়দান গ্যাস ক্ষেত্র প্রকল্প, জাওযান প্রদেশের লয় জাঙ্গাল গ্যাস বেসিন প্রকল্প এবং লোগার প্রদেশে অবস্থিত আলতামুর সিমেন্ট প্রকল্প।

উদ্যোগটি আফগানিস্তানের খনি খাতের উন্নয়নে অবদান রাখবে, একই সাথে দেশটির অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে নাগরিকদের আর্থ-সামাজিক অবস্থান আরও মজবুত হয়ে উঠবে। এ উদ্যোগ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা লাভ করতে ইমারতে ইসলামিয়ার প্রতিশ্রুতি তুলে ধরছে।


তথ্যসূত্র:
1. Approval of 11 Major Mining Projects: A Strategic Path to Afghanistan’s Economic Self-Sufficiency
– https://tinyurl.com/zss4u3hk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় একটি সামরিক ব্যারাকের নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম
পরবর্তী নিবন্ধট্রাম্পের শুল্ক আরোপ: কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক