
ভোলার মনপুরায় এক ব্যবসায়ীর ছাগল চুরি করে দুই যুবদল নেতাসহ চক্রের পাঁচজনকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সেহরির সময় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে রামছাগলটি চুরি করে নিয়ে যায় যুবদল নেতার নেতৃত্বে অপর চার সদস্য।
পরে সকাল ১০টায় ঘটনা জানাজানি হলেও স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশসহ যুবদল নেতার বাড়ি থেকে ছাগলসহ যুবদল নেতাকে গ্রেফতার করে। পরে ওই যুবদল নেতার স্বীকারমতে অপর চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনা ও পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, উপজেলার তালতলা বাজারের চা ব্যবসায়ী শখ করে বাজারে রামছাগল পালতেন। সোমবার ভোররাতে দোকান থেকে সাহরি খেতে বাসায় যান ওই ব্যবসায়ী। এই সময়ে সংঘবদ্ধ চক্রটি রামছাগলটিকে বাজার থেকে চুরি করে নিয়ে যায়। পরে সকালে ঘটনা জানাজানি হলে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা যুবদল নেতা হুমায়ন মিঝির বাড়ি থেকে ছাগলসহ আটক করে। পরে ওই যুবদল নেতার স্বীকারোক্তিতে চক্রের অপর চার সদস্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে বিকাল সাড়ে ৫ টায় মনপুরা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন চা ব্যবসায়ী সফিজল।
তথ্যসূত্র:
১. ছাগল চুরি করে দুই যুবদল নেতাসহ পাঁচজন গ্রেফতার
– https://tinyurl.com/3pthamyp