
কুশতেপা খালের চারপাশে সবুজায়ন করতে সর্বমোট ৪ লক্ষ চারা রোপণের ঘোষণা জানিয়েছেন কাবুল কৃষি বিভাগ। এর উদ্দেশ্য হল খালের বাস্তুতন্ত্র রক্ষা করা এবং এটিকে গাছপালা সমৃদ্ধ করে তোলা। কাবুল জেলা কৃষি পরিষেবার সাধারণ পরিচালনার সহায়তায় এ উদ্যোগ কার্যকর করা হচ্ছে।
সবুজায়নের সাথে সাথে মাটির বৈশিষ্ট্য সংরক্ষণ, ভূমি অবক্ষয় রোধ ও কুশতেপা খালের আশেপাশে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য যে, এর আগে লোগার প্রদেশের বাগান মালিকগণ খালটির সবুজায়নের উদ্দেশ্যে দেড় লক্ষেরও অধিক চারা প্রদান করেছেন।
তথ্যসূত্র:
1. 400,000 saplings to be planted to green the Qush Tepa Canal
– https://tinyurl.com/3ba4cetf