
কানাডা থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করায়— কানাডাও ২৯.৮ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্কারোপ করবে বলে জানিয়েছে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে কানাডা একগুচ্ছ প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে যা ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন কানাডিয়ান ডলার (২০ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) মার্কিন পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ।
প্রসঙ্গত ১২ মার্চ, বুধবার থেকেই কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হচ্ছে, যার ওপর আগে শুল্ক অব্যাহতি ছিল। তবে ট্রাম্প প্রশাসন অনুমোদন না করায়– শুল্কমুক্ত কোটা সুবিধার মেয়াদোত্তীর্ণ হয়েছে।
যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ হচ্ছে প্রতিবেশী কানাডা।
কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কোটি কোটি ডলার মূল্যের কম্পিউটার, ক্রীড়া সরঞ্জাম এবং ঢালাই লোহার পণ্যকেও শুল্কের লক্ষ্যবস্তু করতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
কানাডার জ্বালানিমন্ত্রী জোনাথন উইলকিনসন রয়টার্সকে জানিয়েছে, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি সীমিত করার মতো অশুল্ক ব্যবস্থা আরোপ করতে পারে। এছাড়া খনিজ পদার্থের উপর রপ্তানি শুল্ক আরোপ করতে পারে।
দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ এমন সময়ে উত্তপ্ত হচ্ছে যখন এ সপ্তাহেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দায়িত্ব মার্ক কার্নিকে বুঝিয়ে দেবে জাস্টিন ট্রুডো।
তথ্যসূত্র:
1. Canada announces C$29.8 billion in retaliatory tariffs on US
– https://tinyurl.com/z6nwrndp
2. Trump imposes sweeping 25% steel and aluminum tariffs. Canada and Europe swiftly retaliate
– https://tinyurl.com/4m2ewuaw