জাতিসংঘের বৈঠকে তালিবান প্রতিনিধির অনুপস্থিতির সুযোগে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে পাকিস্তান

0
19

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে পাকিস্তান প্রতিনিধির মন্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ। পাকিস্তানের মত অনেকেই এই ধরনের অধিবেশনকে আফগানিস্তানের ক্ষতি করতে ব্যবহার করে আসছে বলে তিনি বার্তায় উল্লেখ করেন।

অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধি মুনির আকরাম দাবি করেন যে, দায়েশ দমনে তালিবান সরকার তেমন সফল হয় নি। এছাড়া আফগানিস্তানের ২০টিরও অধিক সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে, যা আঞ্চলিক ও বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ভিত্তিহীন এ মন্তব্যকে প্রত্যাখ্যান করে হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ বলেন, বর্তমান আফগানিস্তান একটি নিরাপদ দেশ, এতে একটি ঐক্যবদ্ধ সরকার ক্ষমতায় রয়েছে। সমগ্র দেশের উপর ইমারতে ইসলামিয়া সরকারের নিয়ন্ত্রণ রয়েছে, এখানে কোনও নিষিদ্ধ কর্মকাণ্ডের সুযোগ নেই। জাতিসংঘের বৈঠকে আফগান প্রতিনিধির অনুপস্থিতির সুযোগে অনেকেই দেশটির ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জাতিসংঘের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের উচিত ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আসনকে স্বীকৃতি দেয়া, যেন আফগানিস্তানের প্রতি কেউ বিদ্বেষপূর্ণ প্রচারণার সুযোগ না পায়। এতে বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাও সম্ভব হবে।

বিশেষজ্ঞগণের মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে পাকিস্তান প্রশাসন।


তথ্যসূত্র:
1. IEA dispels Pakistan’s remarks on Daesh in Afghanistan as ‘baseless’
– https://tinyurl.com/243v2838

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুশতেপা খাল সবুজায়ন করার লক্ষ্যে কাবুল কৃষি বিভাগের ৪ লক্ষ চারা রোপণের ঘোষণা
পরবর্তী নিবন্ধকাবুলে অবস্থিত দেশের অন্যতম ডেইরি কারখানা নব উদ্যোমে চালু করল ইমারতে ইসলামিয়া