যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ১৭৮ আরোহীসহ বিমানে আগুন

0
0

যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় বিমানটিতে ১৭২ যাত্রী ও ৬ ক্রু ছিল। ১৪ মার্চ, বৃহস্পতিবারের এই ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।

১৪ মার্চ, শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং আল জাজিরা।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে বোয়িং কোম্পানির উড়োজাহাজটির অগ্নিকাণ্ডের আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসে। তার কাছেই উড়োজাহাজটির নিচের দিকে আগুন জ্বলছিল, ধোঁয়া ছড়িয়ে পড়ছিল আশপাশ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এফএএ বলেছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলতে থাকা উড়োজাহাজটির যাত্রীদের ডানা থেকে ফুলানো স্লাইডের সাহায্যে মাটিতে নামিয়ে আনা হয়। বোয়িংয়ের এই বিমানটি ডেনভারের কাছেই কলোরাডো স্প্রিং থেকে উড়েছিল, গন্তব্য ছিল টেক্সাসের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর।

এর আগে জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি জেটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল।


তথ্যসূত্র:
1. Passengers evacuate after American Airlines plane catches fire on tarmac of Denver airport
– https://tinyurl.com/mjbjaf4m
2.Passengers evacuate after American Airlines plane catches fire in Denver
– https://tinyurl.com/37y4t9sd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার রাজধানীতে দখলদার ইসরায়েলের বিমান হামলা