মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও চাচাকে কুপিয়ে জখম

0
57

ঝালকাঠির কাঁঠালিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোনা মিয়া (৬১) তিন বখাটের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি মামলা করেছে।

পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছে, ‘আসামিরা আমার প্রতিবেশী। তারা এলাকার চিহ্নিত বখাটে ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। আমার মেয়ে এ বছর আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে রাজ মল্লিক প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিয়ে আসছে। আমার মেয়ে তার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি বাড়ির সবাইকে জানায়। আমরা বখাটে রাজ মল্লিককে একাধিকবার এরূপ কর্মকাণ্ড করতে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে রাজ মল্লিক অপহরণ করার ভয়-ভীতি দিতে থাকে। গত ১০ মার্চ সোমবার বেলা সোয়া ১২টার দিকে জোড়খালী এলাকায় আমার মেয়ে প্রাইভেট পড়া শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে নতুনবাজার জামে মসজিদের সামনের পাকা রাস্তায় পৌঁছলে আসামিরা আমার মেয়ের পথরোধ করে।

আমার মেয়ে দৌড়ে বাড়িতে এসে বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে আসামিদের আমার মেয়ের পথরোধের বিষয়ে জিজ্ঞাস করি। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার মেয়ে আমাকে রক্ষা করার চেষ্টা করলে আসামিরা তাকেও মারপিট করে। আমরা আহত অবস্থায় ডাকচিৎকার করলে আমার ভাই মো. আলম বেপারী এসে আসামিদের বাধা দিলে তাকেও মারপিট করে আসামিরা। এ সময় আশপাশের লোকজন আসামিদের হাত থেকে আমাদের রক্ষা করেন। তখন আসামিরা লোকজনদের সামনে প্রকাশ্যে আমার মেয়েকে এসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।’


তথ্যসূত্র:
১. উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে পিটিয়ে জখম
– https://tinyurl.com/4sbzz25n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দু যুবক কর্তৃক শিশু মেয়ে ধর্ষণ, মামলা দেয়ায় পিতাকে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধপিস্তল ও গুলিসহ আটক সাবেক ছাত্রদল নেতা