পাকিস্তানে বসন্তকালীন অপারেশন শুরু করার ঘোষণা দিয়েছে টিটিপি

0
125

পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। উমর মিডিয়া কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে টিটিপি “অপারেশন আল-খন্দক” নামে তাদের বসন্তকালীন আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে।

টিটিপির কেন্দ্রীয় মুখপাত্র মুহাম্মদ খোরাসানি হাফিযাহুল্লাহ কর্তৃক জারি করা শনিবারের (১৫ মার্চ) বিবৃতিতে বসন্তকালীন আক্রমণের ঘোষণাটি দেওয়া হয়েছে। ২০১৮ সালে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট ও তাদের তাবেদার আশরাফ গনী সরকারের বিরুদ্ধে একই নামে বসন্তকালীন অপারেশনের ঘোষণা দিয়েছিল আফগান তালিবান, যেই অভিযান রাজধানী কাবুল বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছিল।

মুখপাত্র মুহাম্মদ খোরাসানির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, এই অপারেশন পরিচালনার জন্য প্রতিটি অঞ্চলে টিটিপির সশস্ত্র ইউনিটগুলো যুদ্ধক্ষেত্রে পৌঁছেছে। এই যোদ্ধারা আধুনিক সরঞ্জামে সজ্জিত বলেও জানা গেছে।

বিবৃতিতে পাকিস্তানি প্রশাসনকে লক্ষ্য করে বলা হয়েছে যে “দেশটি একদল জেনারেলের দ্বারা কুক্ষিগত হয়ে গেছে”:

মুহাম্মদ খোরাসানি বলেন, “আমরা আমাদের প্রিয় দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই যে, গত সত্তর বছর ধরে এই দেশকে কুক্ষিগত করে শাসন করছে একদল জেনারেল। এই দলটি দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতীয় সম্পদ লুণ্ঠন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, বিচার বিভাগকে দাসত্বে পরিণত করা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, রাজনৈতিক দলের সদস্যদের গ্রেপ্তার এবং স্বেচ্ছাচারী আইন ও সিদ্ধান্ত জারির জন্য এককভাবে দায়ী। অতএব, এই দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য টিটিপিকে সমর্থন করা পাকিস্তানের সকল জনগণের ধর্মীয় ও নৈতিক কর্তব্য।”

উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলিতে টিটিপি তাদের দল পুনর্গঠন এবং দেশে সামরিক কার্যকলাপ বৃদ্ধি করেছে। সেই সাথে টিটিপির মতো অন্যান্য সশস্ত্র দলগুলোও পাকিস্তানে তাদের প্রভাব আরও শক্তিশালী করেছে।


তথ্যসূত্র:
1. Pakistani Taliban Announce “Al-Khandaq Operations” for Spring 2025
– https://tinyurl.com/3rcr5a8v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার রাজধানী মোগাদিশুকে কার্যত ঘিরে ধরেছে আশ-শাবাব: একাধিক শহর ও এলাকা বিজয়
পরবর্তী নিবন্ধওমানে আফগান কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে উদ্যোগ গ্রহণ