ওমানে আফগান কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে উদ্যোগ গ্রহণ

0
51

সম্প্রতি ওমান সফরে আফগান বন্দিদের কারাভোগের মেয়াদ কমিয়ে তাদেরকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। এছাড়া ওমানে বসবাসরত আফগানদের কনস্যুলার সেবা সহজতর করার লক্ষ্যে আফগান দূতাবাসের সাথে সমন্বয় করতে তিনি ওমান সরকারের প্রতি আহ্বান জানান।

তালিবান প্রশাসনের উপস্থাপিত এ সকল বিষয়ের প্রতি ইতিবাচক সাড়া প্রদান করেছেন ওমান সালতানাত কার্যালয়ের মন্ত্রী।

এছাড়া উক্ত সফরে ওমান প্রশাসনের বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের প্রধান এবং হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রীর সাথে পৃথক বৈঠক করেছেন মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ।

এতে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালু, বাণিজ্য বাড়ানো ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা উপস্থাপিত হয়েছে। এ সকল উদ্যোগ প্রবাসী নাগরিকদের সমস্যা সমাধান ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ইমারতে ইসলামিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ বহন করছে।


তথ্যসূত্র:
1. Oman grants amnesty to Afghan prisoners
– https://tinyurl.com/2fnabpkp
2. Muttaqi urges Oman to release Afghan prisoners
– https://tinyurl.com/4z3enrh6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে বসন্তকালীন অপারেশন শুরু করার ঘোষণা দিয়েছে টিটিপি
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত, রাফায় গোলাবর্ষণ অব্যাহত