
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ১৪ মার্চ, শুক্রবার নিহত হয়েছেন চারজন ফিলিস্তিনি, অন্যদিকে উপকূলীয় এলাকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক মৎস্যজীবী। এছাড়াও দক্ষিণ রাফায় ট্যাংক ও গানবোট থেকে গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে।
এদিকে যুক্তরাষ্ট্র এই সংকট নিরসনের জন্য একটি “ব্রিজ” পরিকল্পনার প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে চলমান যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি সফল হোক, তা চায় না। হামাস বলছে, গাজায় অবরোধ জারি রেখে নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলি বন্দিদের অনাহারে রাখতে চাইছে।
গাজার বিভিন্ন স্থানে বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। খাদ্য, পানি ও চিকিৎসার সংকটে লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক মহল সক্রিয় হলেও বাস্তবে সহিংসতা বন্ধের কার্যকর পদক্ষেপ এখনো অনুপস্থিত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৮,৫২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১১,৯৫৫ জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা আরও বেশি—৬১,৭০০ ছাড়িয়ে গেছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের নিহত বলে ধরা হচ্ছে।
তথ্যসূত্র:
1. 5 Palestinians killed in Israeli strikes in Gaza despite ceasefire
– https://tinyurl.com/yeyjjdbm