চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করলো যুবদল নেতা

0
12

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় অবস্থিত রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

আহত ব্যবসায়ী জসীম উদ্দীনের (৩৫) স্ত্রী নিশা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার ১০-১২ জন অনুসারী হামলায় অংশ নেন।

নিশা আক্তার গণমাধ্যমকে বলেন, গত ৫ আগস্টের পর থেকে ফয়সাল আহমেদ খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে এসেছি। জসীম উদ্দীন আজ (শুক্রবার) গ্রামের বাড়িতে জুমার নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যায় ইফতার কিনতে।

তিনি বলেন, পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় খোকনসহ ১০-১২ জন মিলে অতর্কিতভাবে জসীম উদ্দীনের ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।


তথ্যসূত্র্র:
১. চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা
-https://tinyurl.com/bp9r9ms4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত, রাফায় গোলাবর্ষণ অব্যাহত
পরবর্তী নিবন্ধআলোচিত মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ভোটার ক্যাম্পে বিএনপি নেতা