দেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে

0
6

মিয়ানমার থেকে দেশে ফিরেছে আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে। শনিবার (১৫ মার্চ) বিকেলে কক্সবাজারের টেকনাফ জেটিঘাট দিয়ে তারা ফিরে এসেছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির (অধিনায়ক) লে. কর্নেল মো. আশিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছে, বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে ২৬ জেলে নৌকা যোগে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এরপর আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদের নৌকাসহ আটক করে।

পরে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে শনিবার বিকেলে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একই সময়ে, দীর্ঘদিন ধরে আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


তথ্যসূত্র:
১. দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে
– https://tinyurl.com/46z64kh2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় বেসামরিক মুসলিমদের বিরুদ্ধে জান্তার গণহত্যা অব্যাহত: কঠিন প্রতিশোধের অঙ্গিকার আল-কায়েদার
পরবর্তী নিবন্ধ১৭ বছর পর আওয়ামীলীগ অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন; ক্ষতি ১০ লক্ষ টাকা