১৭ বছর পর আওয়ামীলীগ অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন; ক্ষতি ১০ লক্ষ টাকা

0
5

দীর্ঘ ১৭ বছর পর পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরের পর পানছড়ি আবাসিক বিদ্যুৎ প্রকৌশল বিভাগ সংযোগটি বিচ্ছিন্ন করে।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলী গণমাধ্যমকে জানিয়েছে, আওয়ামী লীগ অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে আশপাশের অনেকগুলো ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ সংযোগ দেওয়া হয়েছিলো। আওয়ামী লীগ অফিসে দুই টনের একটি এসি, ৫টি সিলিং ফ্যান, টিভি, ওয়াটার হিটারসহ নানাভাবে বিদ্যুৎ ব্যবহার করা হলেও গত ১৭ বছর কোনো মিটার ছিল না।

আওয়ামী লীগ অফিসে প্রতি মাসে ৫ হাজার টাকার বিদ্যুৎ খরচ হতো জানিয়ে তিনি বলেন, এতে সরকারের প্রায় ১০ লাখ ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।


তথ্যসূত্র:
১. ১৭ বছর পর বিচ্ছিন্ন হলো আ’লীগ কার্যালয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ
– https://tinyurl.com/bdyanyea

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ০১