‘বাঁচতে চাইলে এক লাখ টাকা বিকাশ করো’ চাঁদা চেয়ে যুবদল নেতার হুমকি

0
12

নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সে আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীকে মোবাইল ফোনে বলে, ‘বাঁচতে চাইলে দ্রুত এক লাখ টাকা বিকাশ করো।’

শুক্রবার (১৪ মার্চ) চাঁদা দাবির কথোপকথনের বেশ কিছু অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। সে জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

একটি অডিওতে সাকায়েত উল্যাকে ফোন দিয়ে নয়নকে বলতে শোনা যায়, ‘আপনাকে চাকরি দিয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য)। কিন্তু গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনি নৌকা মার্কার পক্ষে ভোট করেছেন, ডোনেশনও দিয়েছেন। তাই আগামী মঙ্গলবারের মধ্যে আমাকে এক লাখ টাকা দিবেন। না দিলে এটার পরিণাম কী হবে তা চিন্তাও করতে পারবেন না। আর এ কথা যদি আপনি-আমি ছাড়া তৃতীয় কানে যায় তাহলে আপনার ঘাড় বাঁকা করে ফেলব। এটা যেন মনে থাকে। এটাকে থ্রেড (হুমকি) মনে করলেও করতে পারেন।’


তথ্যসূত্র:
১. যুবদল নেতা বললেন ‘বাঁচতে চাইলে এক লাখ টাকা বিকাশ করো’
– https://tinyurl.com/mr3hpn7j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামীলীগ নেতার পুকুর থেকে উদ্ধার ৬০ রাউন্ড বুলেট
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের তিন রাজ্যে ভয়াবহ দাবানল ও ধুলিঝড়, ‘রেড ফ্ল্যাগ’ এবং ‘হাই উইন্ড’ সতর্কতা জারি