যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে ভয়াবহ দাবানল ও ধুলিঝড়, ‘রেড ফ্ল্যাগ’ এবং ‘হাই উইন্ড’ সতর্কতা জারি

0
51

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও টেক্সাস রাজ্য। দাবানলের তীব্রতা এতটাই ভয়াবহ যে, হাজার হাজার মানুষের বাড়িঘর পুড়ে গেছে, এবং নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পালাতে বাধ্য হয়েছে এলাকাবাসীরা।

এছাড়া কানসাস, ওকলাহোমা এবং টেক্সাস এই তিনটি রাজ্যে প্রচণ্ড ধূলিঝড়ের সময় গাড়ি দুর্ঘটনা ও স্তূপীভূত হয়ে কমপক্ষে ১৩ জন মারা গেছে। রাজ্যগুলোর আবহাওয়া বিভাগ জানিয়েছে যে পূর্বাঞ্চলে একটি আন্তঃদেশীয় ঝড় প্রচণ্ড বাতাস এবং চরম আগুনের ঝুঁকি তৈরি করেছে। ১৬ মার্চ, রবিবার এবিসি নিউজের এক রিপোর্টে এবিষয়গুলো জানানো হয়েছে।

টেক্সাস ও ওকলাহোমায় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মাঝে ওকলাহোমা রাজ্যে দাবানলের অবস্থা সবচেয়ে ভয়াবহ। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যের ৪৪টি কাউন্টিতে সর্বমোট ১৩০টি দাবানলের ঘটনা রিপোর্ট করা হয়েছে, যা প্রায় ২৬৬ বর্গমাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, এতে প্রায় ৩০০টি বাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং ১,৭০,০০০ একর জমি পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, কিছু এলাকাকে ইতোমধ্যে খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে দাবানলের সময় সৃষ্ট ধূলিঝড়ের কারণে এক সড়ক দূর্ঘটনায় টেক্সাসে তিনজন নিহত হয়েছে। দুটো রাজ্যেই এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিদ্যুৎ বিছিন্ন রাজ্যদুটির হাজার হাজার মানুষ। তীব্র আগুনের কারণে বেশ কিছু মহাসড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন।

কানসাস হাইওয়ে পেট্রোল জানিয়েছে, কলোরাডো সীমান্তের কাছে পশ্চিম কানসাসের ইন্টারস্টেট ৭০-তে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। যেখানে ৫০টিরও বেশি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয় এবং এতে আটজন নিহত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

১৪ মার্চ, শুক্রবার উত্তর-পশ্চিম টেক্সাসে ধুলোর কারণে দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যার ফলে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ একে ‘বিপজ্জনক পরিস্থিতি’ বলে সতর্ক করেছে। এবং আক্রান্ত রাজ্যগুলোতে ‘রেড ফ্ল্যাগ’ ও ‘হাই উইন্ড’ সতর্কতা জারি করা হয়েছে।


তথ্যসূত্র:
1. At least 13 dead in crashes during dust storms; homes destroyed in Oklahoma wildfires
– https://tinyurl.com/mry92czz
2. Video shows wildfires burning across Oklahoma
– https://tinyurl.com/5peta26a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘বাঁচতে চাইলে এক লাখ টাকা বিকাশ করো’ চাঁদা চেয়ে যুবদল নেতার হুমকি
পরবর্তী নিবন্ধনর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১