
ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত ৯৫০ জন সদস্য ২০৯তম আল-ফাতহ কর্পস কমান্ডে সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আড়াই মাসের এ প্রশিক্ষণে সদস্যগণ সামরিক, কৌশল ও আদর্শগত নির্দেশনা লাভ করেছেন।
সেনাসদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী শাইখ নূর মুহাম্মদ হাক্কানি হাফিযাহুল্লাহ, বালখ প্রদেশ উলামা কাউন্সিলের চেয়ারম্যানসহ অসংখ্য কর্মকর্তা ও কর্মী।
অনুষ্ঠানে সেনাসদস্যবৃন্দের নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন উপমন্ত্রী শাইখ নূর মুহাম্মদ হাফিযাহুল্লাহ। তিনি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীকে শত্রুর বিরুদ্ধে একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করে বলেন, এই বাহিনী দেশের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করে চলেছে।
উল্লেখ্য, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ইমারতে ইসলামিয়ার সেনাসদস্যগণ প্রয়োজনীয় সামরিক, কৌশলগত ও আদর্শিক দক্ষতায় সজ্জিত হয়ে উঠছেন।
তথ্যসূত্র:
1. 950 Young Personnel Graduated from Al-Fath Corps Training Center
– https://tinyurl.com/3mkhfezc