
ভারতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে খালিদ প্রধান নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বহিষ্কারও করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ১৬ মার্চ, রবিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে পুলিশ এক ছাত্রকে গ্রেফতার করেছে।
এনডিটিভি বলছে, এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন খালিদ প্রধান এবং তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে এবং ভিডিও আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
রবিবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা দেহাত শিব প্রতাপ সিং বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছে, আইআইএমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। পরে ভিডিও ছড়িয়ে পড়লে উগ্র হিন্দু জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। এরপর খালিদ প্রধানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার গঙ্গানগর থানায় কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Student Arrested For Allegedly Offering Namaz In Open Area Of UP University
– https://tinyurl.com/sbzmdr6b
2. Police lodges case over open namaz at private university in U.P.’s Meerut during Holi celebrations
– https://tinyurl.com/3usnkjwj