সংকটে মোগাদিশু সরকার: শাবাবকে রুখতে কারারক্ষীদের ফ্রন্টলাইনে মোতায়েন

0
5

সোমালিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃহৎ পরিসরে সমন্বিত সামরিক অপারেশন পরিচালনা করতে শুরু করেছেন আল-কায়দা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এতে মোগাদিশু বাহিনীকে হটিয়ে বহু এলাকা ও শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা।

পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকার তার আন্তর্জাতিক শরিকদের বিমান সহায়তা সত্বেও এই পরাজয় ঠেকাতে ব্যর্থ হয়ে পড়েছে। মুজাহিদদের সমন্বিত এই অপারেশনের সামনে মোগাদিশু সরকার এতটাই ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে যে, তারা এখন সামরিক বাহিনীতে শক্তিবৃদ্ধির অংশ হিসেবে দেশটির কারারক্ষীদের ফ্রন্টলাইনে মোতায়েন করছে, যা মোগাদিশু সরকারের হতাশা এবং দুর্বলতাকে প্রকাশ করছে।

এই কারারক্ষীদের একমাত্র দায়িত্ব ছিলো বন্দীদের পাহারা দেয়া। কিন্তু প্রতিটি ফ্রন্টলাইনে সামরিক বাহিনীর একের পর এক পরাজয়ের পর, এখন কারারক্ষীদেরকে শাবাবের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লড়াই করার জন্য মোগাদিশু থেকে শাবেলি অঞ্চলে পাঠানো হচ্ছে।

দেশটির কারারক্ষীদের প্রধান কমান্ডার জেনারেল মাহাদ আবদির রহমান, সৈন্যদের যুদ্ধের ময়দানে মোতায়েনের আগে তাদের উদ্দেশে ভাষণ দেয়। এসময় অনভিজ্ঞ এই সৈন্যদের পরামর্শ দেওয়া হয়, তারা যেনো শাবাবের বিরুদ্ধে এই যুদ্ধে দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মোগাদিশু সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে যথাযথ প্রশিক্ষণ ছাড়া কারারক্ষীদের যুদ্ধে পাঠানো বেপরোয়া কাজ এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়ার নামান্তর।

মোগাদিশু সরকারের রাষ্ট্রপতি হাসান শেখ মোহাম্মদের নির্দেশে শাবাবের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর সকল শাখা – পুলিশ, কারারক্ষী বাহিনী, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অভিজাত কুফি-ক্যাস ইউনিটকে ফ্রন্টলাইনে মোতায়েন করা হচ্ছে। যেখানে তুর্কিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইথিওপিয়া সহ আন্তর্জাতিক জোট বাহিনীর প্রশিক্ষিত সৈন্যরাও যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। সেখানে সরকারের এমন সিদ্ধান্ত শাবাবের বিজয় এবং মোগাদিশু সরকারের ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থাকে প্রকাশ করছে বলেও মত বিশ্লেষকদের।

তাদের মতে, এই বিশৃঙ্খল মোতায়েন কৌশল মোগাদিশু প্রশাসনের নেতৃত্ব এবং দেশের সুরক্ষায় সরকারের সক্ষমতা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করছে। যা স্পষ্ট করে দিচ্ছে যে, পরিস্থিতি মোগাদিশু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং দেশের নিরাপত্তার বিকল্প হিসাবে শাবাবকেই দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yn3nhh4m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া শাসনে নারী অধিকার ও পশ্চিমা দখলদারিত্বে নারী স্বাধীনতার বাস্তবতা