
নাটোরের বড়াইগ্রামে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (১৫ মার্চ) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এই সংঘর্ষটি ঘটে। নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ চলছিল। এক পর্যায়ে, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা অবিক্রীত পণ্যগুলো ভাগ করে নেয়। বিষয়টি জানার পর, নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন আবু লোকজন নিয়ে এসে প্রতিবাদ করেন এবং অবশিষ্ট পণ্যের ভাগ দাবি করে। কথা কাটাকাটির ফলে উভয়পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
এসময়, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে বিকালে আবার সংঘর্ষ শুরু হয়। মিল্টন হোসেনের দলটি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে বসে থাকলে, আসাদ সরকারের অনুসারীরা সেখানে এসে চাইনিজ কুড়াল, হাসুয়া এবং লাঠিসোঁটাসহ হামলা করে। হামলায় ৬-৭ জন আহত হন এবং অফিসের চেয়ার-টেবিলসহ অন্যান্য জিনিস ভাঙচুর করা হয়।
তথ্যসূত্র:
১. নাটোরে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
– https://tinyurl.com/5e7r5rsx