
তুরষ্কের ইস্পার্টায় প্রশিক্ষণ নিচ্ছে মোগাদিশু প্রশাসনের সামরিক বাহিনীর একদল সদস্য। সম্প্রতি প্রশিক্ষণরত এই দলটির ফুটবল ম্যাচে সংঘর্ষের ঘটনায় ২৪ সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, সোমবার ১৭ মার্চ রাতে, তুরষ্কের ইস্পার্টা প্রদেশের জেনারেল ইহসান আলপার ব্যারাকে, একটি ফুটবল ম্যাচের আয়োজন করে এখানে প্রশিক্ষণরত মোগাদিশু সৈন্যরা। আর এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শেষদিকে প্রশিক্ষণরত মোগাদিশু সৈন্যদের মধ্যে তীব্র মারামারি হয়। এতে মোগাদিশু সরকারের ২৪ সৈন্য আহত হয়, পরে আহত সৈন্যদের অ্যাম্বুলেন্সে করে প্রদেশটির ডেমিরেল প্র্যাকটিস অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য যে, তুরস্কে প্রশিক্ষিত এসব সৈন্যরা দেশে ফিরে হারাকাতুশ শাবাব মুজাহিদিনদের বিরুদ্ধে লড়াই করছে। অপরদিকে হারাকাতুশ শাবাব প্রশাসন দেশের ৭০% এরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ইসলামি শরিয়াহ্ প্রতিষ্ঠা করছে। আর এই মুজাহিদদের বিরুদ্ধে চলমান যুদ্ধে মোগাদিশু সরকারের অন্যতম বড় সামরিক সমর্থক হল তুরস্ক।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/32ytmdc2