
ভারতে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তারা এই বিতর্কিত বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
গত ১৮ মার্চ এক প্রতিবেদনে দ্য অবজারভার পোস্ট জানিয়েছে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)-এর নেতৃত্বে দিল্লির জনতার মঞ্চে অনুষ্ঠিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুসলিম নেতারা স্পষ্টভাবে জানান যে, সরকার সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে।
এআইএমপিএলবি নেতা মাওলানা ওবায়দুল্লাহ খান আজমি বলেন, ‘সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের তাদের দানের সম্পত্তি ব্যবস্থাপনার অধিকার রয়েছে। কিন্তু এই বিলের মাধ্যমে সরকার সংখ্যালঘুদের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছে, যা ভারতীয় সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।’
জামায়াতে ইসলামি হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, ‘এই বিল শুধু মুসলমানদের ধর্মীয় অধিকারের ওপর আঘাত নয়, এটি ভারতের সংবিধানের মৌলিক মূল্যবোধেরও পরিপন্থী।’
বিক্ষোভে কংগ্রেস, সিপিআই(এম), এআইএমআইএম ও আপ-এর নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই এই বিলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ঘোষণা দেন।
উল্লেখ্য যে, ওয়াকফ বিল সংশোধনী মূলত ওয়াকফকৃত সম্পত্তি ও বিতর্কিত মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ভারত সরকারের দখলদারিত্ব প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র। এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করে সরকার নিজেই মুসলিমদের ধর্মীয় সম্পত্তির মালিকানা নির্ধারণ করতে চাইছে, যা ইসলামি প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব হুমকির মুখে ফেলবে।
হিন্দুত্ববাদী ভারত ইতোমধ্যেই মসজিদ-মাদ্রাসা ধ্বংস ও দখলের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করে চলেছে। এখন যদি এই বিল কার্যকর হয়, তাহলে মুসলিমদের স্থাপনাগুলোর ওপর আরও হিন্দুত্ববাদী আক্রমণ আসবে এবং সরকার যেকোনো সময় ধর্মীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে।
তথ্যসূত্র:
1. AIMPLB Leads Massive Protest Against Waqf Bill 2024, Calls it Unconstitutional and Harmful to Muslims
– https://tinyurl.com/k6put5yn