গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া

0
80

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় পূর্ণমাত্রার গণহত্যা শুরু করায় তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

গত ১৮ মার্চ দখলদার ইসরায়েলের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ইমারতে ইসলামিয়া সরকার। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় নতুন করে জায়োনিস্ট সরকারের হামলা শুরুর তীব্র নিন্দা জানাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ইহুদি বাহিনীর হামলায় একদিনে তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। জায়োনিস্টদের এই নৃশংস আগ্রাসন শুধু মানবাধিকার ও আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করে না বরং মানুষের মৌলিক মর্যাদাকেও অগ্রাহ্য করে।

ইমারতে ইসলামিয়া সরকার আন্তর্জাতিক সম্প্রদায়সহ প্রভাবশালী দেশগুলোর প্রতি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দৃঢ় অবস্থানের আহ্বান পুনর্ব্যক্ত করছে। পুনর্ব্যক্ত করছে আগ্রাসন ও দখলদারিত্বের অবসান ঘটাতে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার।

এছাড়া ইমারতে ইসলামিয়া ফিলিস্তিনের স্বার্থ ও সংকট কে মুসলিম উম্মাহর কেন্দ্রীয় ও সামগ্রিক বিষয় বলে মনে করে। তাদের সশস্ত্র সংগ্রাম ও প্রতিরোধকে ন্যায্য ও সহজাত অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এবং ইমারতে ইসলামিয়া সব সময় তাদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবে।


তথ্যসূত্র:
1. IEA Strongly Condemns Israeli Attacks on Gaza
– https://tinyurl.com/wwt9tt6m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ওয়াকফ বিলের বিরোধিতা করে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে মুসলিমরা
পরবর্তী নিবন্ধআফগানিস্তান কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে: সশস্ত্র বাহিনী প্রধান